• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা কিশোরগঞ্জ -৫ আসনে ব্যতিক্রমী চমকের সম্ভাবনা ধানের শীষ প্রতীক প্রার্থী সৈয়দ এহসানুল হুদার  হাওরাঞ্চলের ভোটারেরা গণভোট সম্পর্কে অকিবহাল না, এমনকি অধিকাংশ নেতাকর্মীও জানে না! হাওর অঞ্চলে কমে গেছে মৌমাছির চাক-ঝাঁক আর মৌ-মৌ শব্দ  নিকলীতে হামলায়, মারপিট, লুটপাট ও ভাঙচুর মামলায় আটক -৩ নিকলীতে চাঁদাবাজি নাকি স্বার্থের দ্বন্দ্বে ভাঙচুর, আহত -১৪  নিকলীতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ঘিরে সীমাহীন অভিযোগ সেবা প্রত্যাশীদের নিকলীতে কমে গেছে হাওরের সুস্বাদু মাছ, সংকটে শুঁটকি ব্যবসায়ীরা নিকলীতে অবৈধ ইটভাটায় বিপন্ন পরিবেশ, দায়িত্বে থাকাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হাওর শুকাতেই কৃষক ঝুঁকছে কৃষি ও খামারে কিশোরগঞ্জ -৫ আসনে চুলচেরা বিশ্লেষণ

কিশোরগঞ্জ -৫ আসনে ব্যতিক্রমী চমকের সম্ভাবনা ধানের শীষ প্রতীক প্রার্থী সৈয়দ এহসানুল হুদার 

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ-৫ আসনের ধানের শীষ প্রতীক প্রার্থীকে ঘিরে জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ। যতই দিন এগুচ্ছে ধানের শীষের প্রতীকের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার জনমত ব্যাপকভাবে ততটাই বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য প্রার্থী পক্ষের লোকেরাও ধানের শীষের পক্ষে অবস্থান নিচ্ছে। তারেক রহমানের পরিকল্পনাকে (প্লান) বাস্তবায়ন করতে এবং দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতেই বিএনপির প্রতি ঝুঁকছে তরুণ ভোটারেরা। নিয়মের মধ্যে দিয়ে সকল প্রকারের নির্বাচনী প্রচার প্রচারণার মধ্যে দিয়ে সেই বাস্তবতা জানান দিচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ও সময় যতই এগুচ্ছে নির্বাচনী ভোটের মাঠ ততই সরগরম হচ্ছে। চায়ের স্টলে হাটে-বাজারে মাঠে- ঘাটে এমনকি সর্বত্রই ধানের শীষের প্রতীক ঘিরে আলোচনায় তোলপাড়। জয়ের সম্ভাবনার বিষয়েও শতভাগ ইঙ্গিত মিলছে। বিশেষ করে তরুণ ভোটারেরা বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে অধিকতর পছন্দনীয় প্রার্থী বলে যুক্তি তুলে ধরছেন। সরেজমিনে ক্লীন ইমেজের পরিচয়ও তাঁর মাঝে পরিলক্ষিত হচ্ছে বলে উল্লেখ করেন তরুণ ভোটারেরা। অন্যান্য দলীয় প্রার্থীর ভোটারের সংখ্যা দিন দিন কমছে আর ইঙ্গিত মিলেছে ধানের শীষ প্রতীক ঘিরে গণজোয়ারের সাথে বিজয়ের। এ প্রার্থীকে ঘিরে সাধারণ ভোটারদের দাবি নানান দিক থেকেই রাজনৈতিকভাবে যোগ্য নেতৃত্বের অধিকারী। তাঁর কাছে দলমত নির্বিশেষে জনগণ নিরাপদ বলেও নিরব ভোটারেরা তাদের পৃথক পৃথক যুক্তি তুলে ধরেন।

এছাড়াও কিশোরগঞ্জের ভৈরবে গত ২২ জানুয়ারি রাতের পদযাত্রা ও পথসভার মধ্যে দিয়েই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘটে। এরপর থেকে স্থানীয় ভোটের মাঠের পরিবর্তন অনেকাংশে পরিলক্ষিত হচ্ছে বলে জানান সেখানকার ভোটারেরা। ব্যাপকভাবে এর সাড়া মিলছে উঠুন বৈঠকেও। বিশেষ করে নারী ভোটারদের ক্ষেত্রেও জানান দিচ্ছে সৈয়দ এহসানুল হুদার কাছেই দলমত নির্বিশেষে সকলেই নিরাপদ।

কিশোরগঞ্জ -৫, (নিকলী-বাজিতপুর) আসনটি জেলার গুরুত্বপূর্ণ একটি আসন‌। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৫৩ হাজার ৫৬৬ জন। এরি মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজার ৪৫২ জন। নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ১০৮জন। বাকী ৬ জন হিজরা ভোটার। তন্মধ্যে নিকলীতে নিকলীতে ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৯ জন। তবে নিকলীতে পোষ্ঠাল, আইসিভি, ওসিভিসহ ১২শ’ ৩০টি ভোট রয়েছে। বাজিতপুরের ক্ষেত্রেও সেই অনুপাতে আইসিভি, ওসিভি, পোষ্টাল ভোটারদের কথা জানা গেছে নির্বাচন অফিস সূত্রে।

অনুসন্ধানে উঠে আসে স্বাধীনতা পরবর্তী এ আসনটিতে অধিকাংশ সময়েই বিএনপি সরকার ক্ষমতায় থাকে। যে কারণে এটি বিএনপির দূর্গ বলেই পরিচিত। ফ্যাসিবাদী কৌশল ছাড়াও এ আসনটি বিএনপির বলেই প্রতীয়মান হয়। সুষ্ঠু নির্বাচন হলে এবারও বিএনপির জয়ের প্রায় শতভাগ সম্ভবনা। তবে এই পর্যন্ত জয়ের মুখ দেখেননি বাংলাদেশ জামায়াতে ইসলামী দলসহ কোনো ধরণের সতন্ত্র প্রার্থীরা। শুরুর দিকে দিকে জামায়তে ইসলামীর প্রতিদ্বন্দ্বীতার কথা উঠে আসলেও দিন শেষে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলনের নিকলী উপজেলার স্থানীয় বাসিন্দা হাত-পাখা প্রতীকের প্রার্থী। যে কারণে স্পষ্ট হতে চলেছে বিএনপির বিজয়ের সম্ভাবনার দ্বার। এছাড়াও সরেজমিনে উঠে আসছে বিএনপির দলীয় নির্দেশ অমান্যের কারণে দলীয় গঠনতান্ত্রিক নিয়মের মধ্যে দিয়েই বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ১৮ জনকে। মূলত দলীয় সিদ্ধান্তের বিরোধিতার কারণে তাদের বহিষ্কার করা হয়েছে বলেই জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ২৬ জানুয়ারি নিকলী-বাজিতপুরে পদধারী ১৮ জন নেতাকর্মীকে বহিস্কারের মধ্যে দিয়েই ধানের শীষের বিজয়ের পথ অনেকাংশে প্রশস্ত করে নিয়েছে বলে সরেজমিনে উঠে আসে। দোদুল্যমান অবস্থানে থাকাদের অনেকেই শেষ পর্যন্ত ধানের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। তবে সরেজমিনে নানামুখী হুমকি ধামকির কথাও উঠে আসে। এ ক্ষেত্রে প্রাথী পক্ষও অবগত রয়েছে বলে জানান এই বিষয়ে।

তাছাড়া দেশকে এগিয়ে নিতে আর স্থানীয় উন্নয়নের দিক বিবেচনায় বিএনপির বিকল্প নেই বলেও উল্লেখ করেন সেখানকার অধিকাংশ ভোটারেরা। যে কারণে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই নিকলী-বাজিতপুরের সচেতন ভোটারেরা এবার সক্রিয় হয়েছেন ধানের শীষের পক্ষে। এমনকি সাধারণ ভোটারদের মাঝেও বিএনপির সক্রিয় কর্মীরা সেই বাস্তবতা তুলে ধরে চলেছেন ভিন্ন ভিন্ন আঙ্গিকে দিবানিশি।

নিকলীর সাজনপুর ৪নং ওয়ার্ডের নারী ভোটার সেলিনা আক্তারের ন্যায় অসংখ্য নারীদের সাথে কথা হলে তারা স্পষ্ট ভাষায় বলেন, দেশকে এগিয়ে নিতে হলে আর তারেক রহমানের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নাই। এছাড়াও তাই নিকলী বাজিতপুরের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষের বিকল্প নাই বলেন তুলে ধরেন।

নিকলীর আঠার বাড়িয়ার খেটে খাওয়া শ্রেমিক রুবেল ও ক্ষুদ্র কৃষক রুছমত আলী ও ভ্রাম্যমান হকার ইব্রাহিমের ন্যায় নির্বাচনী আসনের বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য লোকদের সাথে কথা হলে তারা স্বস্তি ও উন্নয়নের লক্ষ্যে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার ধানের শীষের পক্ষে ভোটের যুক্তি তুলে ধরেন এবং বিজয়ের সম্ভাবনার কথাও বলেন।

কিশোরগঞ্জ -৫ আসনের বিএনপির মনোনয়ন দৌড়ে অংশগ্রহণকারী এবং সাবেক ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জিএস মুহাম্মদ এবং জেলা বিএনপির একাধিকবারের সদস্য বাজিতপুরের বাসিন্দা মুহাম্মদ বদরুল আলম শিবু বলেন, অত্র আসনটি বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি। ফ্যাসিবাদী কৌশল ছাড়া সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশ সব সময়ই বিএনপি জয়লাভ করে। সেক্ষেত্রে এবারও সেই ধারাবাহিকতার ব্যতিক্রম হবে না বলে তিনি উল্লেখ করেন। বিজয় সুনিশ্চিতের ইঙ্গিতও তিনি প্রদান করেন।

বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক দুইবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক মরহুম মজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বাজিতপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মনোনয়ন দৌড়ে অংশগ্রহণকারী মোস্তাফিজুর রহমান মামুন জানান, বিএনপির বিজয় নিশ্চিত করতে তার পক্ষে যা করণীয় তাই তিনি করে চলেছেন। এমনকি নিশ্চিত বিজয়ের ইঙ্গিতও প্রদান করেন।

নিকলী উপজেলা বিএনপির সাবেক তিনবারের সংসদ সদস্য মরহুম আমির উদ্দিন সুযোগ্য সন্তান এবং মনোনয়ন দৌড়ে অবস্থানকারী বদরুল মোমেন মিঠু বলেন, বিএনপির নিঃসন্দেহে একটি অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার শীর্ষে অবস্থানকারী গনতান্ত্রিক দল। অন্যান্য দলের তুলনা করা চলে না সেই দলের সাথে। এ দলে তরুণ ভোটারেরা ঝুঁকছে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যত প্লানকে সফল করার লক্ষ্যেই। এই আসনটি ফ্যাসিবাদী কৌশলের বাহিরের প্রায় সকল প্রকারের নির্বাচনের মধ্য দিয়েই বিএনপির অধীনে ছিলো। সুষ্ঠু নির্বাচন হলে এবারও তাই হবে বলে উল্লেখ করেন।

কিশোরগঞ্জ -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা বলেন, অত্র আসনের ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে তাঁকে সাড়া দিচ্ছে। তিনি সংসদ সদস্য মনোনীত হলে এলাকার শিক্ষার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়াও সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি বন্ধের লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মৌলিক মানবিক চাহিদা পূরণের লক্ষ্যে তিনি বলিষ্ঠ কন্ঠে আওয়াজ তুলেন ‘নিকলী বাজিতপুরকে শিল্পোন্নত করে সেখানকার নারী-পুরুষের কর্মসংস্থানের সংস্থানের সুযোগ সৃষ্টি করে দিবেন’ এছাড়াও জনগণ সুযোগ দিলে কিশোরগঞ্জ -৫ আসনকে উন্নয়নের রোল মডেলে হিসেবেও রূপান্তরের পাশাপাশি হাওরের প্রবেশদ্বার পর্যটন নিকলী-বাজিতপুরের পজেটিভ ভাবমূর্তি তুলে সংসদে ধরবেন। এমন প্রতিশ্রুতিই তিনি ব্যক্ত করে চলেছেন।

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd