• বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নামে মামলা কিশোরগঞ্জ -৫ আসনে ব্যতিক্রমী চমকের সম্ভাবনা ধানের শীষ প্রতীক প্রার্থী সৈয়দ এহসানুল হুদার  হাওরাঞ্চলের ভোটারেরা গণভোট সম্পর্কে অকিবহাল না, এমনকি অধিকাংশ নেতাকর্মীও জানে না! হাওর অঞ্চলে কমে গেছে মৌমাছির চাক-ঝাঁক আর মৌ-মৌ শব্দ  নিকলীতে হামলায়, মারপিট, লুটপাট ও ভাঙচুর মামলায় আটক -৩ নিকলীতে চাঁদাবাজি নাকি স্বার্থের দ্বন্দ্বে ভাঙচুর, আহত -১৪  নিকলীতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ঘিরে সীমাহীন অভিযোগ সেবা প্রত্যাশীদের নিকলীতে কমে গেছে হাওরের সুস্বাদু মাছ, সংকটে শুঁটকি ব্যবসায়ীরা নিকলীতে অবৈধ ইটভাটায় বিপন্ন পরিবেশ, দায়িত্বে থাকাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হাওর শুকাতেই কৃষক ঝুঁকছে কৃষি ও খামারে কিশোরগঞ্জ -৫ আসনে চুলচেরা বিশ্লেষণ

হাওরাঞ্চলের ভোটারেরা গণভোট সম্পর্কে অকিবহাল না, এমনকি অধিকাংশ নেতাকর্মীও জানে না!

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

নির্বাচন সন্নিকটে: ওরবাসীর ধারণা অস্পষ্ট গণভোট সম্পর্কে 

জামশেদ, কিশোরগঞ্জঃ হাওরাঞ্চলের অধিকাংশ শ্রেণী পেশার ভোটারেরাই গণভোট সম্পর্কে এখনো অকিবহাল না। হাওরবাসীর অধিকাংশই জানে গণভোট কি! মাত্র ২৬ দিন সময় বাকী আছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। তবে প্রসাশনের পক্ষ থেকে বলা হচ্ছে প্রচার প্রচারণা চলমান থাকার বিষয়ে। কতভাগ লোক গণভোট সম্পর্কে অকিবহাল রয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জবাব মিলেনি।

হাওরাঞ্চলের স্থানীয় সাধারণ ভোটারদের ভাষ্য, গণভোট সম্পর্কে প্রচার প্রচারণার দৃশ্য এখনো চোখে পড়েনি। যদিও নিকলী উপজেলা নির্বাচন অফিস সূত্র বলছে সেখানকার ভোটার প্রতি ব্যয়বরাদ্দ ১০ টাকা। তবে জাতীয় পর্যায়ে ভোটার প্রতি হিসেব জানতে চাওয়ার লক্ষ্যে বারবার জেলা প্রশাসক বরাবরে ফোন করা হলেও পাওয়া যায়নি। তাই অনেকখানি ঢাক ঢাক গুড় গুড় অবস্থানে রয়েছে ব্যয় বরাদ্দের টাকা খরচের হিসাব জানার বিষয়ে। জানা গেছে, পূর্বের জাতীয় সংসদ নির্বাচনের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের মোট ভোটার সংখ্যা প্রায় ৩ লক্ষ ৩০ হাজার ৭৬৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৪৭১ আর নারী ভোটার ১ লক্ষ ৬০ হাজার ২৯২ । সাম্প্রতিক নিকলীতে বর্তমান ভোটার সংখ্যা ১ লক্ষ ২৮ হাজার ৫৯ জন বলে নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সারা দেশে ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্র। গণভোটকে জনমত জরিপের গুরুত্বপূর্ণ পদ্ধতিও বলা হয়ে থাকে। এই প্রক্রিয়ায় জনগণ নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন কিংবা রাজনৈতিক বিষয়ের সিদ্ধান্ত মতামত দেয়। গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলকও হতে পারে আবার পরামর্শমূলকও হতে পারে। এক কথায় বলা চলে মতামত জরিপের মতোই কাজ করে গণভোট।

হাওরাঞ্চলের ভোটারদের হতাশার বিষয় হলো অধিকাংশ নেতাকর্মীও এখন পর্যন্ত পুরোপুরি জানেন গণভোটের নেতিবাচক ও ইতিবাচক দিকের বিষয়ে। সেক্ষেত্রে সাধারণ জনগণ ও ভোটারদের অধিকাংশই অনভিজ্ঞ। হাওরাঞ্চলে তেমন একটা প্রচার প্রচারণার দৃশ্যও চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে।

কিশোরগঞ্জের নিকলী-বাজিতপুর, অষ্টগ্রাম-ইটনা ও মিঠামিনসহ আশেপাশের অসংখ্য নির্বাচনী এলাকার নেতাকর্মীদেরকে ভোটের মাঠ সরব থাকতে দেখা গেছে নির্বাচন আচরণ বিধিমালা মোতাবেক ভিন্ন ভিন্ন আঙ্গিকে। তবে আচরণ বিধি লঙ্ঘনের দৃশ্য তেমন একটি পরিলক্ষিত হচ্ছে না। সেক্ষেত্রে ভোটের মাঠে সুকৌশলে সরব থাকলেও হ্যা না ভোট সম্পর্কে কিছু বলতে শোনা যাচ্ছে না। শুধু প্রার্থীদের পক্ষে কাজ করতে দেখা গেছে।

ব্যতিক্রমী হিসেবে সচেতন মহলের নগন্য সংখ্যক ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যা ও না ভোট সম্পর্কে নিজেদের যুক্তি তুলে ধরতে দেখা গেছে। সেক্ষেত্রে জনস্বার্থের দিক বিবেচনায় এবং পছন্দনীয় দলের মতাদর্শের ভিত্তিতে এবং ব্যক্তিগত ভাবনা থেকেও লেখালেখি করে চলেছেন।

নিকলী উপজেলা বিএনপির সেক্রেটারী আতিকুল ইসলাম চৌধুরী হেলিম এক প্রশ্নের জবাবে গণভোটের প্রচার ও প্রচারণা তেমন একটা হচ্ছে না বলে উল্লেখ করেন। এমনকি তিনি নিজেও তেমন একটা অকিবহাল নন এই বিষয়ে। তাই সরকারি ব্যয় বরাদ্দের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণকে সচেতন করার লক্ষ্যে তিনি উপর মহলের সুদৃষ্টি আকর্ষণ করেন।

নিকলী উপজেলার আঠার বাড়ীয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. বাহা উদ্দিন এক প্রশ্নের জবাবে গণভোট সম্পর্কে তার ধারণা অনেকাংশে স্পষ্ট নয় বলে জানান। সেক্ষেত্রে তিনি ব্যাপক প্রচারণারও লক্ষ্যে দাবি জানান।

এছাড়াও জারইতলা কমিনিউটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপি আব্দুস ছোবান বলেন, গণভোট সম্পর্কে জনগণকে সচেতনতা বাড়াতে হলে ব্যাপকহারে প্রচার প্রচারণা দরকার। বিষয়টি তুলনামূলক কিছুটা জটিল প্রক্রিয়া বলেও মতামত ব্যক্ত করেন। সেক্ষেত্রে ভোটারদেরকে পূর্ব থেকেই সচেতন করতে হবে বলেও উল্লেখ করেন। নতুবা কেন্দ্র গিয়ে বিভ্রান্তিতে পড়তে হবে বলে জানান।

বাজিতপুর উপজেলার গাজীর চরের প্রবাসী জামান মিয়া বলেন, একই দিনে ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট। গণভোট সম্পর্কে সাধারণ মানুষতো দূরের কথা অনেক শিক্ষিত ভোটারেরও সঠিক ধারণা নাই। এটি একটি জটিল প্রক্রিয়া। তাই এই জটিল প্রক্রিয়াকে সহজতর করতে হলে অবশ্যই ব্যাপক প্রচার প্রচারণার দরকার বলে মনে করেন।

নিকলীর দূর্গম হাওরের ছাতিরচরের বসতি জামায়াতে ইসলামী ছাত্রশিবির উপজেলা সেক্রেটারি হিমেল খান বলেন, দুর্গম এই হাওর এলাকায় এখনো গণভোট সম্পর্কে কোনো ধরণের প্রচার প্রচারণার দৃশ্য চোখে পড়েনি। যদি এসবের প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালানো না হয় তাহলে হাওর এলাকার ভোটারদেরকে ভোট কেন্দ্রে গিয়ে বিভ্রান্তিতে পড়তে হবে না।

নিকলী উপজেলা নির্বাচন অফিসার মো. মাকসুদ আলম এক প্রশ্নের জবাবে বলেন, গণভোট সম্পর্কে জনগণকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপকভাবে প্রস্তুতি চলছে। অলরেডি লিফলেট বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। সেক্ষেত্রে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও গীর্জাসহ সকল হাট বাজারে প্রচার প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন। এছাড়াও বিভিন্ন স্থানে ট্রেনিংয়ের প্রস্তুতি এবং কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান। নিকলীতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৫৯ জন। তবে পোষ্ঠাল, আইসিভি, ওসিভিসহ ১২শ’ ৩০টি ভোট হতে পারে। যা হিসেবের বাহিরে । এ সকল ভোটারদের মাঝে গণভোটের প্রচার প্রচারণায় কতভাগ হতে পারে এমন জবাব জানা নেই বলেও উল্লেখ করেন। তবে সচেতনতার লক্ষ্যে চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। এছাড়াও ভোটার প্রতি বরাদ্দ ১০ টাকা বলে উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাকে ১৫ জানুয়ারি দুপুরের দিকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। যে কারণে মতামত জানা সম্ভব হয়ে উঠেনি। এছাড়াও জানা সম্ভব হয়নি এই বিষয়ের সরকারি বাজেট ও তথ্য উপাত্ত বাস্তবতা সম্পর্কে।

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd